সেমির নায়ক তরেসকে ফাইনালে না পাওয়ার শঙ্কায় স্পেন

উয়েফা নেশন্স লিগের শেষ চারে স্পেনের জয়ের নায়ক ফেররান তরেসের ফাইনালে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে এই স্ট্রাইকারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 04:27 PM
Updated : 9 Oct 2021, 04:27 PM

মিলানের সান সিরোয় গত বুধবার সেমি-ফাইনালে ইতালির বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দলের দুটি গোলই করেন তরেস। ডান পায়ে আঘাত পাওয়ায় দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন তিনি।

একই মাঠে রোববার হবে ফাইনাল। এর আগের দিন সংবাদ সম্মেলনে তরেসকে নিয়ে দুর্ভাবনার কথা জানান স্পেন কোচ লুইস এনরিকে।

“ফেররান (তরেস) ছাড়া সবাই ফিট আছে। আমরা (তাকে খেলাতে) জোর করব না। যদি সে ফিট থাকে তাহলে খেলবে, ফিট না থাকলে খেলবে না।”

ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী এই ফুটবলার ফাইনালের আগে ওয়ার্ম-আপ সেশনে অংশ নেবেন। এরপরই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এনরিকে। তরেস নিজে অবশ্য খেলার ব্যাপারে আশাবাদী।

“পায়ের অবস্থা ভালো, আমি আগামীকাল চেষ্টা করব। দেখা যাক, খেলতে পারি কি-না।”