সাফে নেপালের টানা দ্বিতীয় জয়

সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে নেপাল। স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে আসর শুরু করা নেপাল নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 06:27 PM
Updated : 4 Oct 2021, 06:27 PM

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে সোমবার ৩-২ গোলে জিতে নেপাল। তাদের তিন গোলদাতা সুমন লামা, অঞ্জন বিস্তা ও আইয়ুশ ঘালান।

৩৩তম মিনিটে লামার গোলে এগিয়ে যায় নেপাল। বিরতির পর অঞ্জন ব্যবধান দ্বিগুণ করেন। ৫৭তম মিনিটে মারভিন হ্যামিল্টনের গোলে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।

৮৬ তম মিনিটে ঘালানের লক্ষ্যভেদে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকা নেপাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডিলন ডি সিলভা পেনাল্টি থেকে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি শ্রীলঙ্কার।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের আসরে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেপাল। সোমবার ভারতের বিপক্ষে ১-১ ড্র করা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

১ পয়েন্ট নিয়ে তিনে আছে এক ম্যাচ খেলা ভারত। টানা দুই হারে শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।