রামোস কবে ফিরবেন, জানা নেই পচেত্তিনোর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2021 11:25 PM BdST Updated: 02 Oct 2021 11:25 PM BdST
-
সের্হিও রামোস (ছবি: পিএসজি)
নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এখনও অভিষেক হয়নি পিএসজি ডিফেন্ডার সের্হিও রামোসের। চোট কাটিয়ে তিনি কবে মাঠে ফিরতে পারেন, তা নিয়ে নিশ্চিত নন মাওরিসিও পচেত্তিনো। তবে পিএসজি কোচ আশাবাদী, খুব দ্রুতই মাঠে ফিরে দলের সঙ্গে মানিয়ে নিবেন এই স্প্যানিশ তারকা।
গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের চুক্তিতে প্যারিসের দলটিতে যোগ দেন রামোস। এর আগে থেকেই পায়ে চোট ছিল তার।
ফলে পিএসজির জার্সি গায়ে এখনও মাঠে নামার সুযোগ হয়নি স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা রামোসের। লিগ ওয়ানে রেনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রামোসের ফেরা নিয়ে পচেত্তিনো বললেন, চোট কাটিয়ে সাবেক রিয়াল অধিনায়ক কবে মাঠে ফিরবেন সেটা নিয়ে তারা কিছু বলতে পারছেন না।
“আমরা দিন দিন তার উন্নতি অনুসরণ করছি। আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব সে ফিরে আসবে, কিন্তু আপাতত আমরা বলতে পারছি না সেটা কখন।”
“চোট পাওয়া খেলোয়াড়রা দল থেকে আলাদা অনুশীলনের মধ্য দিয়ে যায়। দলগত অনুশীলন বা ম্যাচে অংশ না নিয়ে দলের সঙ্গে মানিয়ে নেওয়াটা কঠিন। কিন্তু সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। যখন ফিরবে তখন সে দ্রুত মানিয়ে নেবে।"
লিগে রোববার প্রতিপক্ষের মাঠে নামবে ৮ ম্যাচে শতভাগ সাফল্যে শীর্ষে থাকা পচেত্তিনোর দল।
-
ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
-
পেশাদার বক্সিং: নেপালের ভারতকে হারিয়ে সেরা বাংলাদেশের আল আমিন
-
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বার্সেলোনা
-
কাবরেরার ‘কনসেপ্ট’ একই, ‘টেকনিক’ ভিন্ন
-
বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
-
কাতার বিশ্বকাপে থাকছে নারী রেফারি
-
প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ হকি দল
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার