লিভারপুলের পরের দুই ম্যাচে নেই থিয়াগো

পায়ের পেশির চোটে পড়েছেন লিভারপুলের থিয়াগো আলকান্তারা। নিজেদের পরের দুই ম্যাচে তাই এই স্প্যানিশ মিডফিল্ডারকে পাচ্ছে না ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2021, 03:10 PM
Updated : 20 Sept 2021, 03:10 PM

প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন থিয়াগো। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ।

ক্লাবের ওয়েবসাইটে সোমবার ৩০ বছর বয়সী এই ফুটবলারের চোটের কথা জানানো হয়।

লিগ কাপে মঙ্গলবার নরিচ সিটির বিপক্ষে ও আগামী শনিবার প্রিমিয়ার লিগে নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাকে পাবে না ২০১৯-২০ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক ম্যাচগুলোতে লিভারপুলের দ্বিতীয় মিডফিল্ডার হিসেবে চোট পেলেন থিয়াগো। এর আগে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোড়ালিতে চোট পান হার্ভে এলিয়ট। পরে করাতে হয় অস্ত্রোপচার।

অসুস্থতার জন্য নরিচ সিটির বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডও। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সদ্য অনুশীলনে ফেরা ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো এখনও শতভাগ ফিটনেস ফিরে পাননি।

লিগে পাঁচ রাউন্ড শেষে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।