দুই বছর পর পর বিশ্বকাপের পক্ষে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2021 05:26 PM BdST Updated: 02 Sep 2021 05:26 PM BdST
চার বছর বিরতির প্রথা ভেঙে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে আফ্রিকা মহাদেশ। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা- দক্ষিণ এশিয়ার এই চার দলও দুই বছর পর পর বিশ্বকাপের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে।
চারটি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার সভাপতিদের সাক্ষরিত চিঠিতে বিশ্বকাপের বিরতি কমিয়ে দুই বছরে আনার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে চিঠিতে সাক্ষর করেছেন ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ সভাপতি বাসাম আদেল জলিল, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কারমা তিসেরাং শেরপা ও ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কার সভাপতি জাসওয়ার উমর।
ফিফার প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ার কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেধাবী প্রজন্মের বিকোশের ক্ষেত্রে বিশ্বকাপের চার বছরের বিরতি ‘খুব বেশি হয়ে যায়’ এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার উইন্ডো ‘খুব ছোট’ থাকার কথা।
এ পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য দেশগুলোর চার ভাগের একভাগেরও কম সংখ্যক দেশ বিশ্বকাপে অংশ নিতে পেরেছে, এই প্রতিযোগিতাগুলোর (বিরতি) ফুটবলে উন্নয়নের অন্তরায় বলেও উল্লেখ করা হয়েছে ওই যৌথ চিঠিতে।
চিঠিতে বলা হয়েছে, ফিফার ম্যাচ ক্যালেন্ডার পর্যালোচনার প্রস্তাব সমর্থনে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা একমত। সত্যিকারের বৈশ্বিক খেলা ফুটবলের অংশ হওয়ার জন্য খেলোয়াড়, কোচ এবং কর্মর্তাদের স্বপ্ন থাকা উচিত এবং ফুটবল জাতি হিসাবে সমানতালে বেড়ে ওঠার জন্য, বিশ্বের তারকা পারফরমারদের মতো নিজেদের সম্ভাবনাময়দের সুযোগ করে দেওয়ার মাধ্যমে সমর্থকদের উৎসাহিত করার প্রয়োজনে ফিফার প্রস্তাবকে সমর্থন করার কথাও বলা হয়েছে।
বৈশ্বিক ক্রীড়াঙ্গনের বাড়ন্ত প্রতিযোগিতামূলক মনোভাব ফুটবলের উন্নতির মূল এবং এ কারণে আধুনিক বিশ্বের সঙ্গে মানানসই বর্ষপঞ্জি তৈরির পক্ষে ‘সন্তুষ্টচিত্তে অবস্থান’ নেওয়ার কথাও জানানো হয়েছে চিঠিতে।
বার্ষিক বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো শুধু উন্নতিতে কিছু ‘বাড়তি যোগ’ করবে উল্লেখ করে আর্সেন ভেঙ্গারের এই বিতর্ক ঘিরে বলা কথাও সমর্থন করা হয়েছে। আর্সেনালের সাবেক কোচ বলেছিলেন-প্রতিটি মেধাবী-প্রতিটি দেশ-সুযোগ পাওয়ারদাবি রাখে।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টিতে আবার খেলা বন্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ