আতলেতিকোর সাউল এখন চেলসিতে

দলবদলের শেষ সময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে এক বছরের ধারের চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগেসকে দলে টেনেছে চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 09:25 AM
Updated : 1 Sept 2021, 09:25 AM

দলবদলের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চুক্তিটি নিয়ে সংশয় জেগেছিল। পরে স্থানীয় গণমাধ্যম জানায়, লা লিগার ট্রান্সফার রেজিস্ট্রেশন সিস্টেমের কারণে এই দেরি; তবে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে সময়মতই। 

২৬ বছর বয়সী ফুটবলারকে স্বাগত জানিয়েছেন চেলসির ডিরেক্টর মারিনা গ্রানোভস্কাইয়া।

“আমরা ক্লাবে সাউলকে স্বাগত জানায় এবং বিশ্বাস করি, সে দলকে পূর্ণতা দিয়েছে। আমরা এই মৌসুমে পাঁচটি প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়ছি।”

১৩ বছর বয়সে আতলেতিকোয় যোগ দিয়ে ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা সাউল দলটির মূল দলের হয়ে খেলেছেন ৩৪০ ম্যাচ। চেলসিতে তিনি খেলবেন চলতি মৌসুমের শেষ পর্যন্ত।

স্থানীয় গণমাধ্যমের খবর, ফি বাবদ ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের গুনতে হয়েছে ৫০ লাখ ইউরো। চার কোটি ইউরোয় কিনে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।