বার্সা ছেড়ে লাইপজিগে মোরিবা

বার্সেলোনা নতুন চুক্তির প্রস্তাব দিলেও চাওয়া-পাওয়া না মেলায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন ইলাইশ মোরিবা। দলবদলের শেষ দিনে পেয়ে গেলেন নতুন ঠিকানাও। বার্সেলোনার তরুণ মিডফিল্ডারকে পাঁচ বছরের চুক্তিতে দলে টেনেছে বুন্ডেসলিগার দল লাইপজিগ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2021, 06:24 PM
Updated : 31 August 2021, 06:24 PM

তার ট্রান্সফার ফি এক কোটি ৬০ লাখ ইউরো। শর্ত সাপেক্ষে যা বেড়ে হতে পারে দুই কোটি ২০ লাখ ইউরো। কাতালান ক্লাবটির মঙ্গলবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে মোরিবাকে বিক্রি করা হলে তার ১০ শতাংশ পাবে লা লিগার দলটি।   

গত মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তাদের একাডেমি থেকে উঠে আসা ১৮ বছর বয়সী মোরিবার। রোনাল্ড কুমানের দলের হয়ে লা লিগায় ১৪ ম্যাচে করেন এক গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে খেলেছেন ১৮ ম্যাচ।

ক্লাবের ইচ্ছা ছিল গিনিতে জন্ম নেওয়া এই স্প্যানিয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়নের। কিন্তু বার্সেলোনার প্রস্তাব পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। দলটির কোচ কুমান ও সভাপতি হুয়ান লাপোর্তার তা মোটেও পছন্দ হয়নি। ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা একজন ফুটবলারের এমন সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন তারা।