ইউভেন্তুসে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাইও

ব্র্রাজিলের ক্লাব সান্তোস থেকে তরুণ ফরোয়ার্ড কাইও জর্জকে দলে টেনেছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2021, 09:56 AM
Updated : 18 August 2021, 09:56 AM

১৯ বছর বয়সী এই ব্র্রাজিলিয়ানের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি মঙ্গলবার জানায় ইতালিয়ান সেরি আর দলটি। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দলটিতে খেলবেন তিনি।

তার ট্রান্সফার ফির ব্যপারে কিছু বলা হয়নি। তবে গণমাধ্যমের খবর, অঙ্কটা ৩০ লাখ ইউরো, সঙ্গে যুক্ত হবে বিভিন্ন বোনাস। ইউভেন্তুস তাকে অন্য ক্লাবে বিক্রি করে দিলে তার পাঁচ শতাংশ পাবে সান্তোস।

ইউভেন্তুসে কাইওর মেডিকেল হয়েছিল দুই সপ্তাহেরও আগে, তবে তাকে ব্রাজিলে ফিরতে হয়েছিল সেখানকার আনুষ্ঠানিকতা সারতে।

সান্তোসের সঙ্গে কাইওর চুক্তির মেয়াদ ছিল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গণমাধ্যমের খবর, তার প্রতি আগ্রহী ছিল ইতালিয়ান শীর্ষ লিগের আরেক দল ইন্টার মিলানও।

১৬ বছর ২৪৯ দিন বয়সে সান্তোসে অভিষেক হয় কাইওর। ব্রাজিলের হয়ে জিতেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০১৯ সালের সেই টুর্নামেন্টের সর্বোচ্চ (পাঁচ) গোলদাতাও ছিলেন তিনি।