‘অনিশ্চয়তা’ নিয়েই ইন্টারে ফিরলেন এরিকসেন

অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিস্তিয়ান এরিকসেন ফিরেছেন ইন্টার মিলানের চেনা আঙিনায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর প্রথমবারের মতো পা রাখেন ক্লাবের অনুশীলন ভেন্যুতে। শুরু করেছেন মাঠে ফেরার প্রক্রিয়াও। কিন্তু ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তাও রয়ে গেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 03:59 PM
Updated : 4 August 2021, 04:30 PM

ডেনমার্কের কোপেনহেগেনে গত ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচের প্রথমার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন। ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। মাঠেই শুরু হয় চিকিৎসা। দেওয়া হয় সিপিআর। মাঠেই দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় হাসপাতালে।

এরপর তার শরীরে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়। এটি একটি ছোট ইলেকট্রোনিক ডিভাইস, পেসমেকারের মতো যা কার্ডিয়াক অ্যারেস্ট প্রতিরোধ করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার কাজ করে।

পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে এবার মাঠে ফেরার প্রাথমিক ধাপের অংশ হিসেবে এরিকসেন ক্লাবের অনুশীলন ভেন্যুতে যোগ দিয়েছেন বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ইন্টার।

“ডেনিশ মিডফিল্ডার (এরিকসেন) ক্লাবের পরিচালক, কোচ, সতীর্থ ও উপস্থিত স্টাফদের সাথে দেখা করেছেন। এরিকসেন ভালো উন্নতি করছে এবং সে শারীরিক ও মানসিকভাবে চমৎকার অবস্থায় আছে।” 

“এরিকসেন এখন সেরে ওঠার জন্য কোপেনহেগেনে ডেনিশ চিকিৎসকদের দেওয়া প্রক্রিয়া অনুসরণ করবে। ওই চিকিৎসকরাই তার চিকিৎসার পরবর্তী ধাপের সমন্বয় করবেন। এই প্রক্রিয়া চলাকালীন ইন্টারের মেডিকেল টিমকে স্বাভাবিকভাবে সব তথ্য জানানো হবে।”

এরিকসেনের ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। কেননা, গত জুলাইয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সাইন্টিফিক কমিটির সদস্য ফ্রান্সেসকো ব্রাকোনারি জানিয়েছিলেন, এরিকসেনের শরীর থেকে ডেফিব্রিলেটর সরানো না হলে তাকে খেলার অনুমতি দেওয়া হবে না।

“ডেফিব্রিলেটর না সরানো হলে এরিকসেনকে ইতালিতে খেলার অনুমতি দেওয়া হবে না। তার শরীর থেকে ডেফিব্রিলেটর সরিয়ে ফেলার পর এবং অন্যান্য পরীক্ষায় যদি স্পষ্ট হয় যে খেললে কোনো সমস্যা হবে না, তাহলেই সে ইন্টারের হয়ে খেলায় ফিরতে পারবে।”

ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত বুধবার জানায়, এরিকসেন এখন বেশ কিছু পরীক্ষা করিয়ে দেখবেন তার শরীর থেকে ডেফিব্রিলেটর সরানো সম্ভব কিনা। পরীক্ষার ফল আসতে পারে ৭ থেকে ১০ দিনের মধ্যে।

২০২০ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ইন্টারে যোগ দেন এরিকসেন। দলটির হয়ে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে গোল করেছেন আটটি। গত মৌসুমে ১১ বছর পর ইন্টার মিলানের সেরি আ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।