দুর্দান্ত শেষ ল্যাপে সোনা জিতলেন স্টাবেল্টি-কুক

শেষ ল্যাপের যখন শুরু, আইজ্যাক স্টাবেল্টি-কুক তখনও তিন নম্বরে। শীর্ষে থাকা সাঁতারুর চেয়ে ১ দশমিক ২ সেকেন্ড পেছনে। কিন্তু শেষটায় অসাধারণ পারফরম্যান্সে শুধু এই লড়াইয়ে নয়, ছাড়িয়ে গেলেন তিনি অলিম্পিক ইতিহাসের সবাইকে। রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার এই সাঁতারু জিতলেন সোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 05:35 AM
Updated : 29 July 2021, 05:35 AM

টোকিও অলিম্পিকসে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে শুরুটা ধীরগতিতে করেও শেষ পর্যন্ত এই কীর্তি গড়েন স্টাবেল্টি-কুক।

টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে ‍বৃহস্পতিবার ২ মিনিট ০৬ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ২২ বছর বয়সী এই সাঁতারু।

তার হাত ধরে অতীত হয়ে যায় ২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে জাপানের ইপ্পেই ওয়াতানাবের গড়া রেকর্ড (২ মিনিট ০৭ দশমিক ২২ সেকেন্ড)।

হিটে স্টাবেল্টি-কুককে পেছনে ফেলে সেরা হওয়া আর্নো কামিঙ্গা পদকের লড়াইয়ে পেরে ওঠেননি। নেদারল্যান্ডসের এই সাঁতারু ২ মিনিট ০৭ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে পান রুপা।

ফিনল্যান্ডের মাট্টি মাটসন ২ মিনিট ০৭ দশমিক ১৩ সেকেন্ড টাইমিং করে জেতেন ব্রোঞ্জ।