ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে চোট ধাক্কা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোট আঘাত হেনেছে। ইতালির বিপক্ষে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিল ফোডেনের খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন দলটির কোচ গ্যারেথ সাউথগেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 11:45 PM
Updated : 10 July 2021, 11:48 PM

পায়ের চোটে ফাইনালের আগে শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না ফোডেন। এরপর সংবাদ সম্মেলনে তাকে ঘিরে অনিশ্চয়তার কথা জানান সাউথগেট।

“গত কয়েক ঘণ্টা আমরা বাসে ছিলাম। তাই দলের চিকিৎসক দল পরবর্তীতে এ বিষয়ে আমাদের জানাবে।”

“তার খেলা অনিশ্চিত, যদিও চোট তেমন গুরুতর নয়। দেখতে হবে, চোট তাকে এই ম্যাচে বাইরে রাখবে কি-না।”

আসরে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সন্তোষজনক পারফরম্যান্স করেছেন তরুণ এই মিডফিল্ডার। এর মধ্যে গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রথম দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়। আর সেমি-ফাইনালে ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে নামেন বদলি হিসেবে।

অবশ্য ২১ বছর বয়সী ফোডেন যে পজিশনে খেলেন সেখানে সাউথগেটের বিকল্প আছে বেশ কয়েকজন; বুকায়ো সাকা ও জ্যাডন স্যানচো।

১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর ৫৫ বছরের শিরোপা খরা কাটানোর অভিযানে রোববার ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।