‘দর্শকশূন্য’ টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিকের ইভেন্টগুলো গ্যালারিতে বসে উপভোগের জন্য যারা টিকেট কিনেছিলেন, তাদের জন্য দুঃসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টোকিওর ভেন্যুতে দর্শক ছাড়াই খেলাগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।

জাপান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 04:47 PM
Updated : 8 July 2021, 04:47 PM

টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল গত বছর। তবে করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াজজ্ঞ এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতে এটি শুরু হওয়ার কথা আগামী ২৩ জুলাই।

মহামারির আগেই টোকিও অলিম্পিকের জাঁকজমক আয়োজনের সকল প্রস্তুতি সেরেছিল জাপান। ২৭ লাখ দর্শক এর টিকেটও কেটেছে। কিন্তু অতিমারির থামায় শেষ পর্যন্ত দর্শকদের মাঠের বাইরে রেখেই অলিম্পিক হচ্ছে।

কোভিড সংক্রমণ বাড়তে থাকায় চতুর্থ দফা জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পর দর্শক ছাড়ায় অলিম্পিক আয়োজনের কথা জানিয়েছে আন্তজার্তিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বেক।

অলিম্পিকের এবারের আসর নিয়ে ধুম্রজাল তৈরি হলেও শেষ পর্যন্ত দর্শকদের মাঠে রাখার পক্ষ-বিপক্ষ নিয়ে বিতর্কের পর বৃহস্পতিবার সন্ধ্যায় টোকিওতে এক ভার্চুয়াল বৈঠকে জাপান সরকারের সঙ্গে অলিম্পিক কমিটির আলোচনা হয়।

দেশের বাইরের দর্শক প্রবেশে অবশ্য নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। তবে গত মাসে প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ ১০ হাজার স্থানীয় দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে জাপানের কোভিড বিষয়ক কমিটির সুপারিশে নতুন এই সিদ্ধান্ত এলো।

অবশ্য বৃহত্তর টোকিও মেট্রোপলিটনের বাইরের ভেন্যুতে সীমিত সংখ্যক দর্শক গ্যালারিতে বসার অনুমতি পাবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।