সেই সমর্থকের জন্য নিজেদের উজাড় করে দেবেন কেইনরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2021 09:45 PM BdST Updated: 02 Jul 2021 09:45 PM BdST
-
হ্যারি কেইন ও চার্লি নটন (ডানে)
জার্মানির বিপক্ষে হ্যারি কেইনের করা গোল উদযাপনের সময় হঠাৎ পড়ে গিয়ে এক সমর্থকের প্রাণ হারানোর বিষয়টি ইংলিশ অধিনায়ককে ছুঁয়ে গেছে ভীষণভাবে। দল অন্তপ্রাণ ওই সমর্থকের প্রতি শ্রদ্ধা জানাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাকি পথচলায় নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেইন।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে জার্মানদের ২-০ গোলে হারায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে রাহিম স্টার্লিং দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেইন।
লন্ডনের একটি পাবে বন্ধু ও পরিবারের সঙ্গে ম্যাচটি দেখছিলেন চার্লি নটন নামের ওই সমর্থক। কেইনের গোলের পর উদযাপনের সময় হঠাৎ পড়ে যান তিনি। চিকিৎসকরা তিন ঘণ্টা চেষ্টা করেও বাঁচাতে পারেননি ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে।
চার্লির মৃত্যুতে শুক্রবার টুইট বার্তায় শোক প্রকাশ করেন কেইন।
“চার্লির মারা যাওয়ার খবর শুনে আমি খুবই মর্মাহত- তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।”
“চার্লির মতো সমর্থকদের জন্য আগামীকাল এবং টুর্নামেন্টের বাকি অংশে আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেব। শান্তিতে থাকুন চার্লি।”
রোমের স্তাদিও অলিম্পিকোয় বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় কোয়ার্টার-ফাইনালে ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। মহাদেশীয় এই প্রতিযোগিতায় কখনোই শিরোপার স্বাদ পায়নি ইংলিশরা।
চার্লি ছিলেন চেলসির সমর্থক। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইংল্যান্ডের ফুটবলার রিস জেমস ও ম্যাসন মাউন্টও।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ