পরিসংখ্যানে পেরু-একুয়েডর ম্যাচ

লড়াইটা ছিল পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার। শুরু থেকেই আক্রমণে পেরুকে ব্যতিব্যস্ত রেখে বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় একুয়েডর। বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার বল জালে জড়িয়ে সমতায় ফেরে পেরু। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 12:44 PM
Updated : 24 June 2021, 12:44 PM

‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে পেরু। ২ পয়েন্ট নিয়ে একুয়েডর আছে চারে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

ম্যাচটির ব্যক্তিগত ও দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচ ২-২ গোলে ড্র করল একুয়েডর ও পেরু। ২০১৬ আসরেও দুই দলের ম্যাচটি একই স্কোরলাইনে শেষ হয়েছিল। সব মিলিয়ে দল দুটির শেষ সাতবারের মুখোমুখি লড়াইয়ের ৬ টিতেই তিন কিংবা তার বেশি গোল হয়েছে।

>> কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে চার ম্যাচে অপরাজিত রইলো একুয়েডর (১ জয়, ৩ ড্র)। পেরুর বিপক্ষে একুয়েডর সবশেষ হেরেছিল ১৯৬৩ আসরে, ২-১ গোলে।

>> একুয়েডরের বিপক্ষে কোপা আমেরিকায় ১৩ ম্যাচে ৩০ গোল করেছে পেরু (৮ জয়, ৪ ড্র, ১ পরাজয়)। দলটির বিপক্ষে তারা ম্যাচপ্রতি গড়ে ২.৩ টি গোল দিয়েছে। একমাত্র গোলশূন্য ম্যাচটি হয়েছিল ১৯৪৭ সালের ডিসেম্বরে।

>> পেরুর বিপক্ষে এই ম্যাচে ১৩টি কর্নার-কিক পায় একুয়েডর। কোপা আমেরিকায় তাদের এক ম্যাচে কর্নার কিক পাওয়ার তালিকায় যা যৌথভাবে শীর্ষে।