মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৪-২ গোলে জেতে জার্মানি। আসরে এটি তাদের প্রথম জয়। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে যাত্রা শুরু করেছিল লুভের দল।
ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। পিছিয়ে পড়লেও ম্যাচের লাগাম হাতছাড়া হয়নি জার্মানির। আক্রমণের ঢেউ তুলে ব্যতিব্যস্ত রাখে পর্তুগালের রক্ষণভাগকে। তাদের দুটি আত্নঘাতী গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পাওয়ার পর হাভার্টজ ও গোসেন্সের লক্ষ্যভেদে জয় তুলে নেয় দলটি।
ম্যাচের পর শিষ্যদের জয়ের অদম্য মানসিকতার প্রশংসা করেন লুভ।
“বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হারার পরও আমরা নিজেদের ওপর বিশ্বাস হারাইনি। জানতাম, আমরা আরও ভালো করতে পারি।”
“কাজটা ছিল নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করা, বিশেষ করে আক্রমণে। শুরু থেকেই পর্তুগালের খেলোয়াড়দের আমরা দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমরা জিততে চাই, হারতে নয়।”
জার্মানি কোচ ইওয়াখিম লুভ
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে হালকা চোটাক্রান্ত মাটস হুমেলস, রবিন গোসেন্স ও ইলকাই গিনদোয়ানকে দ্বিতীয়ার্ধে তুলে নেন লুভ। ৬১ বছর বয়সী কোচ জানান, সামনের গুরুত্বপূর্ণ ম্যাচে সবাইকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত নেন তিনি।
শেষ রাউন্ডে আগামী বুধবার মিউনিখে হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানি। একই সময়ে বুদাপেস্টে শিরোপাধারী পর্তুগাল খেলবে ফ্রান্সের বিপক্ষে।