মে’তে এসে জুনেই চিলির নায়ক ব্রেরেটন!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2021 04:36 PM BdST Updated: 20 Jun 2021 04:30 PM BdST
-
বলিভিয়ার বিপক্ষে বেন ব্রেরেতনের গোল উদযাপন।
আলেক্সিস সানচেসের চোটে খুলেছিল চিলির দুয়ার। ডাক পেয়েছিলেন গত মাসে। প্রত্যাশার প্রতিদান বেন ব্রেরেটন দিলেন গোল করে। ইংলিশ বংশোদ্ভূত এই তরুণ স্ট্রাইকারে চিলিয়ানরা এখন এতটাই মুগ্ধ যে, তাকে নিয়ে গান গাইছেন তারা!
কোপা আমেরিকার এবারের আসরে ব্রেরেটনের নৈপুণ্যেই প্রথম জয় পেয়েছে দলটি। আর্জেন্টিনার বিপক্ষে ১-১ ড্র দিয়ে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর শুরু করেছিল তারা।
আর্জেন্টিনার বিপক্ষে বদলি নেমে অভিষেক হয় ব্রেরেটনের। বলিভিয়া ম্যাচে প্রথম ঠাঁই পান শুরুর একাদশ। তার করা দশম মিনিটের গোলেই জিতেছে চিলি।
ওই জয়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ব্রেরেটনকে নিয়ে ‘বেন-বেন-বেন, ব্যাম-ব্যাম-ব্যাম, বুম-বুম-বুম ছন্দ মিলিয়ে একটা গানও পোস্ট করেছে চিলি।
ইংলিশ বাবা ও চিলিয়ান মায়ের সন্তান ব্রেরেটন ইংল্যান্ডের হয়ে ২০১৭ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ওই আসরে জোড়া গোল করা এই স্ট্রাইকারের সতীর্থ ছিলেন ম্যাসন মাউন্ট, রায়ান সেসেগননন।
চিলির আক্রমণভাগের মূল তারকা সানচেস চোটে পড়ায় চিলি দলে ডাক পড়ে ব্ল্যাকবার্ন রোভার্সের জার্সিতে আলো ছড়ানো ব্রেরেটনের। জাতীয় দলে প্রতিনিধিত্ব করার জন্য মায়ের দেশকে বেছে নেন এই তরুণ। জানালেন, চিলি দলে আসার পর তাকে কি করতে বলা হয়েছিল।
“বল পায়ে রাখো এবং প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে দাও।”
বলিভিয়া ম্যাচেই তা করে দেখিয়েছেন ব্রেরেটন। তাইতো চিলিয়ানরা গান লিখছে তাকে নিয়ে।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়