হাসপাতাল থেকে ফিরেছেন এরিকসেন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2021 11:32 PM BdST Updated: 18 Jun 2021 11:32 PM BdST
ক্রিস্তিয়ান এরিকসেনের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে সচল রাখতে ‘হার্ট স্টার্টার’ বসানোর অস্ত্রোপচার ‘সফল’ হয়েছে। হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছেন ডেনমার্কের এই মিডফিল্ডার।
শুক্রবার এক বিবৃতিতে নিজেই এ বিষয়ে জানান এরিকসেন। এদিন দলের সঙ্গেও দেখা করেন তিনি। এরপর ফিরবেন বাড়িতে।
কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে গত শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান এরিকসেন। মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয়েছিল হাসপাতালে।
তার এভাবে অসুস্থ হয়ে পড়ায় স্থম্ভিত হয়ে যায় ক্রীড়া বিশ্ব। সবার চাওয়া ছিল এরিকসেনের সুস্থতা কামনা। মানুষের ভালোবাসায় আপ্লুত ইন্টার মিলান ফুটবলার ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
“অনেক অনেক শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি।”
“সতীর্থদের সঙ্গে আবারও দেখা হওয়াটা দারুণ। গত রাতে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। বলার অপেক্ষা রাখে না, সোমবার রাশিয়ার বিপক্ষে ম্যাচেও আমি তাদের উৎসাহ দেব।”
এবারের ইউরোয় এখনও জয়ের স্বাদ পায়নি ডেনমার্ক। ফিনল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল তারা। বেলজিয়ামের বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়ার পর ম্যাচ জুড়েই দারুণ খেলে দলটি। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় ২-১ গোলে।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি