ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন ক্রেইচিকোভা

দুজনের সামনেই ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। সুযোগ কাজে লাগালেন বারবোরা ক্রেইচিকোভা। প্রথমবারের মতো টেনিসের মেজরে ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন চেক রিপাবলিকের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 03:17 PM
Updated : 12 June 2021, 04:18 PM

ফরাসি ওপেনে মেয়েদের এককের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে হারিয়েছেন তিনি। পাভলিউচেনকোভাও ফাইনালে উঠেছিলেন প্রথমবার। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।

রোলাঁ গারোঁয় শনিবার ২৫ বছর বয়সী ক্রেইচিকোভা জেতেন ৬-১, ২-৬, ৬-৪ গেমে।

প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেও ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়তে দেখা যায়নি ক্রেইচিকোভাকে। তবে তার কথায় ফুটে উঠল কতটা খুশি তিনি।

“আমি খুবই আনন্দিত। জয়টা উপভোগ করতে পেরেছি। সত্যিই আমি খুব খুশি। এটা ভাষায় বর্ণনা করা কঠিন। কারণ একটু আগে যা ঘটে গেল, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।”

রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে

ক্রেইচিকোভার সামনে এবার মেয়েদের দ্বৈতের শিরোপা জয়ের হাতাছানি। রোববার ফাইনালে তিনি খেলবেন কাতেরিনা সিনিয়াকোভার সঙ্গে জুটি বেঁধে।

২০০০ সালে  ফ্রান্সের মারি পিয়ার্সের পর রোলাঁ গারোঁয় কেউ এক আসরে মেয়েদের এককে ও দ্বৈতে শিরোপা জিততে পারেননি।