সেভিয়া ম্যাচের রেফারিং নিয়ে জিদানের ক্ষোভ

একই ধরনের ঘটনায় দুই রকমের সিদ্ধান্তে যেন হতভম্ব হয়ে গেছেন জিনেদিন জিদান। সেভিয়া ম্যাচে দুটি হ্যান্ডবলের সিদ্ধান্ত গেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচ শেষে দলটির ফরাসি কোচ জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বললেন, একটি কেন হ্যান্ডবল, অন্যটি কেন নয় তা তিনি বুঝতে পারছেন না। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2021, 10:27 AM
Updated : 10 May 2021, 10:33 AM

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে। আগের দিন আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ ড্র হওয়ায় শিরোপা ভাগ্য চলে এসেছিল রিয়ালের হাতে। এই ড্রয়ে তা হাতছাড়া হয়ে গেল।

ঘটনাবহুল ৭৫তম মিনিটে দুই অর্ধের দুই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। দারুণ এক প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়া বেনজেমাকে ফাউল করেন বোনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত; আক্রমণের শুরুতে একটি ক্রস ঠেকানোর চেষ্টায় রিয়ালের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে বল লেগেছিল। উল্টো পেনাল্টি পায় সেভিয়া। সে সময় ম্যাচে ছিল ১-১ সমতা।

সফল স্পট কিকে সেভিয়াকে আবার এগিয়ে নেন ইভান রাকিতিচ। পরে দিয়েগো কার্লোসের আত্মঘাতী গোলে হার এড়ায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার থেকে ডি-বক্সে হোয়ান হোরদানের হাতে বল লাগলে পেনাল্টি আবেদন জানায় রিয়াল, তবে সাড়া দেননি রেফারি। সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডারের হাত বাড়ানো ছিল না। তবে, ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওয়ের হাত ছিল শরীর থেকে দূরে।

ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে জিদান জানান, হ্যান্ডবল নিয়ে রেফারির সিদ্ধান্ত বুঝতে পারছেন না তিনি।

“আমি বিষয়টি একেবারেই বুঝতে পারিনি। যদি মিলিতাওয়ের ক্ষেত্রে হ্যান্ডবল হয়, তাহলে সেভিয়ার ক্ষেত্রেও তা হ্যান্ডবল।” 

ম্যাচ শেষে রেফারির সঙ্গে জিদানকে খুব একটা কথা বলতে দেখা যায় না। রেফারিং নিয়ে কথা বলতেও পছন্দ করেন না এই ফরাসি কোচ। তবে সেভিয়া ম্যাচের পর রেফারি হুয়ান মার্তিনেস মুনুয়েরার সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

“সে আমাকে বলে, মিলিতাওয়েরটা হ্যান্ডবল ছিল, কিন্তু সে আমাকে সন্তুষ্ট করতে পারেনি। আমি কখনও রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করি না, কিন্তু আজ আমি ক্ষুব্ধ। তবে যা হওয়ার হয়েছে। এখন আমি যাই বলি, কিছুই আর পাল্টাবে না। দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। দ্বিতীয়ার্ধে আমরা ছিলাম অসাধারণ, আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল।”

রেফারির সিদ্ধান্ত নিয়ে জিদানের মতো হতাশা ঝরেছে রিয়াল পরিচালক এমিলিও বুত্রাগুয়েনোর কণ্ঠেও।

“চলতি মৌসুমে আরও কয়েকবার এমন ঘটনা ঘটেছে, সিদ্ধান্তগুলো আমাদের পক্ষেও যেতে পারত-বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত।”