শিরোপার ১ পয়েন্ট দূরে ইন্টার

সেরি আয় ১১ বছরের শিরোপা খরা কাটানোর আরও কাছে পৌঁছে গেছে ইন্টার মিলান। ক্রোতোনোকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত হয়েছে দলটির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 06:26 PM
Updated : 1 May 2021, 06:45 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার ২-০ গোলে জিতেছে ইন্টার। বাকি চার ম্যাচে আর মাত্র এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে আন্তোনিও কন্তের দলের।

দুই নম্বরে থাকা আতালান্তা রোববার সাস্সুয়োলোর মাঠে পয়েন্ট হারালেই ২০০৯-১০ মৌসুমের পর লিগ শিরোপা জিতবে ইন্টার।

লিগ টেবিলের তলানির দলের বিপক্ষে ৬৫তম মিনিটে বদলি হিসেবে নামার চার মিনিট পরই দলকে এগিয়ে নেন ক্রিস্তিয়ান এরিকসেন। ডেনমার্কের এই মিডফিল্ডারের শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ায়।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্রতি-আক্রমণে জয় নিশ্চিত করেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি।

৩৪ ম্যাচে ২৫ জয় ও সাত ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ১৮ বারের চ্যাম্পিয়ন ইন্টার। এক ম্যাচ কম খেলা আতালান্তার পয়েন্ট ৬৮।

৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি। গত ৯ আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস সমান পয়েন্ট নিয়ে আছে তার পরেই।