খেলতে ‘প্রস্তুত’ হয়েও দলে নেই রামোস

অনুশীলনে ফিরেছেন সের্হিও রামোস, খেলতেও প্রস্তুত-জিনেদিন জিদান এই কথা জানানোর কয়েক ঘণ্টা পর ঘোষণা করা হলো স্কোয়াড। কিন্তু পরের ম্যাচের রিয়াল মাদ্রিদ দলে নেই অধিনায়কের নাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2021, 05:34 PM
Updated : 30 April 2021, 05:51 PM

লিগে শনিবার ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে রামোসকে পাওয়া যাবে বলে জানান জিদান। এদিন অভিজ্ঞ ডিফেন্ডার দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেন।

চোটের কারণে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের আগের ৯ ম্যাচে খেলতে পারেননি রামোস। আগামী বুধবার চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচের কথা মাথায় রেখেই তাকে দলে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে। প্রথম লেগে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল জিদানের দল।

লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রিয়াল।

আসরে বাকি আছে আর পাঁচ রাউন্ড। শিরোপা লড়াইয়ে থাকা চার দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কেবল ৩।

আতলেতিকোর পয়েন্ট ৭৩। সমান ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রিয়াল ও বার্সেলোনা। ৭০ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া।