ক্লাসিকো জিতলেই শিরোপা নিশ্চিত হবে না: কুমান

লিগ টেবিলের শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩। আসছে ক্লাসিকোয় জয়ী দল উঠবে শীর্ষে। অনেকে ম্যাচটিকে দেখছেন লা লিগার শিরোপা নির্ধারক হিসেবে। তবে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমানের ভাবনা ভিন্ন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের লড়াইয়ের ফল বড় প্রভাব ফেলবে, তবে তার চেয়ে বেশি কিছু নয় বলেই বিশ্বাস এই ডাচ কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2021, 03:15 PM
Updated : 9 April 2021, 05:16 PM

মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে এবারের লিগের দ্বিতীয় ক্লাসিকো শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত একটায়।

২৯ রাউন্ড শেষে বর্তমানে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।

লিগে শেষ ১৯ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, এর মধ্যে টানা ৬টিসহ ১৬টি জিতেছে তারা। আসছে ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আতলেতিকোর চেয়ে ২ পয়েন্ট এগিয়ে যাবে তারা। অবশ্য পরের দিনই রিয়াল বেতিসের বিপক্ষে জিতলে শীর্ষে ফিরবে দিয়েগো সিমেওনের দল।

তবে অতসব হিসেবে এখনই যেতে চান না কুমান। কারণ এরপরেও বাকি থাকবে অনেক ম্যাচ, যেখানে হতে পারে অনেক কিছু।

“(ক্লাসিকোর) ফল শিরোপা নির্ধারক হবে না। কারণ আগামীকালকের পরও অনেক ম্যাচ বাকি থাকবে আর যেকোনো দলের পক্ষেই সব ম্যাচ জেতা খুব কঠিন।”

“তবে যারা ক্লাসিকো জিতবে তারা সামনের পথচলায় মানসিকভাবে অনেক শক্তি পাবে।”

গত ২৪ অক্টোবর লিগে প্রথম দেখায় রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। শুক্রবার সংবাদ সম্মেলনে সেই ম্যাচের বিষয়েও বললেন কুমান। জানালেন, ওই ম্যাচের পর অনেক উন্নতি করেছে তার দল।

“(প্রথম ক্লাসিকোয়) আমরা ভালো খেলেছিলাম, বিশেষ করে বিরতির আগে। এরপর তো দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচ হেরে যাই।”

ওই ম্যাচের পঞ্চম মিনিটে ফেদে ভালভেরদের গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার তিন মিনিট পর সমতা টানেন আনসু ফাতি। ৬৩তম মিনিটে সের্হিও রামোসের পেনাল্টি গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে লুকা মদ্রিচের গোলে জয় নিশ্চিত হয় সফরকারীদের।

“ভিএআরে ওই পেনাল্টির সিদ্ধান্ত ম্যাচের ফলে প্রভাব ফেলেছিল। তবে এটা সত্যি নয় যে, ওই সময় আমরা খারাপ খেলছিলাম আর এখন আমরা অনেক ভালো দল।”

মৌসুমের শুরুর দিকের ছন্দহীনতা কাটিয়ে ওঠার পর থেকে প্রায় সব ম্যাচেই নিজেদের চিরচেনা ‘বল দখলে রেখে আক্রমণ’ ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচপ্রতি সুযোগও তৈরি করেছে অনেক; কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় তাদের ভুগতে দেখা গেছে মাঝেমধ্যে। তবে সেই সমস্যা দল কাটিয়ে উঠেছে বলেই বিশ্বাস কুমানের।

“আমরা ফিনিশিংয়ে উন্নতি করেছি, রক্ষণেও। ম্যাচ চলাকালীন আমরা কৌশল বদলেছি…এখন প্রতিপক্ষ মাদ্রিদ বলে আমাদের বেশি ভাবনার কিছু নেই। আমাদের নিজেদের খেলা খেলতে হবে, নিজেদের কাজ করতে হবে।”