বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে জেমি ডের আফসোস

দুই দেশের দুই স্টেডিয়ামের চিত্র পুরোপুরি ভিন্ন। নেপালের দশরথ স্টেডিয়ামের মাঠ যেখানে মসৃণ, সেখানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ অসমান। দশরথের গ্যালারি পরিষ্কার-পরিচ্ছন্ন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভাঙাচোরা চেয়ারে জরাজীর্ণ। বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডের কণ্ঠে তাই আফসোসই ঝরল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2021, 03:12 PM
Updated : 24 March 2021, 03:45 PM

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে বর্তমানে নেপালে বাংলাদেশ দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ডের শিষ্যরা।

গত দক্ষিণ এশিয়ান গেমসে এই মাঠেই দলবল নিয়ে নেমেছিলেন ডে। সেবার সোনার পদক জয়ের আশা নিয়ে মিলেছিল ব্রোঞ্জ পদক।

এসএ গেমসের সেসময় মাঠ ছিল পূনঃনির্মাণের পর্যায়ে। প্রায় দেড় বছর পর আবার দশরথ স্টেডিয়ামের আঙিনায় ফিরে ডে তুলনা টানতে গিয়ে তুলে ধরলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা।

“এসএ গেমসের সময়ের চেয়ে মাঠ এখন আরও ভালো। সমালোচনা মনে হবে, কিন্তু আমি মনে করি, আমাদের জাতীয় স্টেডিয়ামও এই মানের হওয়া উচিত। স্টেডিয়াম পরিষ্কার, পেইন্টেড, দারুণ দেখাচ্ছে। এগুলো আমাদেরও প্রয়োজন।”