নাপোলির মাঠে ফের হারল ইউভেন্তুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2021 01:02 AM BdST Updated: 14 Feb 2021 01:48 AM BdST
পুরো ম্যাচে আক্রমণে একচেটিয়া আধিপত্য করল ইউভেন্তুস। কিন্তু পেল না কাঙ্ক্ষিত গোলের দেখা। লিগ শিরোপাধারীদের হারিয়ে এক ম্যাচ পর সেরি আয় জয়ে ফিরল নাপোলি।
প্রতিপক্ষের মাঠে শনিবার ১-০ ব্যবধানে হেরেছে আন্দ্রেয়া পিরলোর দল। লিগে গত মৌসুমে এখানে ২-১ গোলে হেরেছিল তুরিনের দলটি।

বল দখলে শুরু থেকে এগিয়ে থাকা ইউভেন্তুস ষষ্ঠ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয়। দূর থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর শটে বল সহজেই ধরে ফেলেন গোলরক্ষক।
৩১তম মিনিটে পিছিয়ে পড়ে সফরকারীরা। স্পট কিকে নাপোলিকে এগিয়ে নেন লরেন্সো ইনসিনিয়ে। আমির রাহমানিকে ইউভেন্তুস ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। ৫৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফেদেরিকো চিয়েসার শটও কর্নারের বিনিময়ে ঠেকান তিনি।

পুরো ম্যাচে গোলের উদ্দেশে ইউভেন্তুস শট নেয় মোট ২৩টি, এর ৬টি ছিল লক্ষ্যে। আর নাপোলির ৮ শটের ২টি লক্ষ্যে ছিল।
২১ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চারে আছে নাপোলি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তিনে ইউভেন্তুস।
ইন্টার মিলান ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও এসি মিলান ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু