রিয়াল ম্যাচেই সব শেষ নয়: সিমেওনে

লা লিগার শিরোপা লড়াইয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের আসছে ম্যাচকে অনেকে দেখছেন শিরোপা নির্ধারণী হিসেবে। আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে অবশ্য তা মনে করেন না। তার মতে, শিরোপা নিষ্পত্তি হতে এখনও অনেক দেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 02:33 PM
Updated : 10 Dec 2020, 02:33 PM

টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আতলেতিকো। এখন পর্যন্ত অপরাজিত দলটির ১০ ম্যাচে ২৬ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ দুই ম্যাচ বেশি খেলেছে। হাতে থাকা দুই ম্যাচ জিতলে সোসিয়েদাদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যাবে আতলেতিকো।

১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে আরেক শিরোপা প্রত্যাশী দল বার্সেলোনা।

আগামী শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে খেলবে আতলেতিকো। বুধবার রাতে সালসবুর্ককে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার পর সিমেওনে বললেন, মাদ্রিদ ডার্বিতে শিরোপা নিষ্পত্তি দেখছেন না তিনি।

“ম্যাচটিকে আমি শিরোপা লড়াইয়ের শেষ হিসেবে দেখছি না। এখনও অনেক ম্যাচ বাকি আছে। মাদ্রিদ দুর্দান্ত দল...চাপের মুখে তারা সব সময় ঘুরে দাঁড়ায়, প্রতিদ্বন্দ্বিতা করে।”

“তাদের আমি সম্মান করি। দলটির এমন সব ফুটবলার এবং একজন কোচ আছে, যারা প্রতি বছরই শিরোপার জন্য লড়াই করে। আর এটা সহজ নয়।”