করোনাভাইরাসের থাবায় জেরবার উরুগুয়ে দল

উরুগুয়ে দলে একের পর এক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সবশেষ অধিনায়ক দিয়েগো গদিনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছে। এ নিয়ে দলটির ১৬ জন ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 01:50 PM
Updated : 21 Nov 2020, 01:50 PM

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলার সময়ে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ‘স্বাস্থ্যবিধি পালন করতে ব্যর্থ’ হওয়ায় উরুগুয়ে ফুটবল ফেডারেশনকে এরই মধ্যে ১৫ হাজার ডলার জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার ক্লাব আতলেতিকো মাদ্রিদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ব্রাজিলের কাছে ২-০ গোলে হারা সর্বশেষ ম্যাচে উরুগুয়ের হয়ে খেলতে পারেননি সুয়ারেস।

লা লিগায় শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচ রয়েছে আতলেতিকোর। সুয়ারেস ছাড়াও গুরুত্বপূর্ণ এ ম্যাচে লুকাস তররেইরাকে পাচ্ছেন না কোচ দিয়েগো সিমেওনে।

খেলোয়াড়দের সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে উরুগুয়ে ফুটবল ফেডারেশনের কড়া সমালোচনা করেছেন আতলেতিকো সভাপতি এনরিক সেরেসো। স্প্যানিশ দৈনিকগুলো জানিয়েছে, লা লিগা কর্তৃপক্ষ ফিফার কাছে এ বিষয় নিয়ে অভিযোগও জানাতে যাচ্ছে।

কলম্বিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর উরুগুয়ে ডিফেন্ডার মাতিয়ান ভিনা প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলেন ভিনা। তার ক্লাবে ১৭ জন খেলোয়াড় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।