দি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020 03:59 AM BdST Updated: 08 Nov 2020 04:12 AM BdST
চ্যাম্পিয়ন্স লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া পিএসজি লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রেখেছে। দাপুটে পারফরম্যান্সে রেনকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।
আনহেল দি মারিয়ার জোড়া গোলে নিজেদের মাঠে শনিবার ৩-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। মোইজে কিনের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পিএসজি।
চোটের কারণে নেইমার ও কিলিয়ান এমবাপেকে এই ম্যাচেও পায়নি গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ২-১ গোলে হারা পিএসজি। দুই তারকা ফরোয়ার্ডের অভাব অবশ্য সেভাবে অনুভব করতে দেননি কিন, দি মারিয়ারা।

চতুর্দশ মিনিটে গোল পেতে পারতেন দি মারিয়া। সতীর্থের ক্রস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের নেওয়া বাঁকানো শট পোস্টে লেগে ফেরে।
ছয় মিনিট পরই জালের দেখা পেয়ে যান দি মারিয়া। আন্দের এররেরার থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে দারুণ চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

আসরের প্রথম দুই ম্যাচ হারের পর এই নিয়ে টানা আট ম্যাচ জিতল পিএসজি। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিল।
দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রেন ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ