মুলার-জিনাব্রির গোলে জয়রথে বায়ার্ন

বুন্ডেসলিগায় জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। টমাস মুলার ও সের্গে জিনাব্রির নৈপুণ্যে কোলনের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে হান্স ফ্লিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 04:29 PM
Updated : 31 Oct 2020, 05:12 PM

কোলনে শনিবার ২-১ গোলে জিতেছে গতবারের ট্রেবলজয়ীরা। লিগে এই নিয়ে টানা চতুর্থ জয় পেল তারা।

আগের ম্যাচে হ্যাটট্রিক করা রবের্ত লেভানদোভস্কিকে এদিন বিশ্রামে রাখেন কোচ।

প্রতিপক্ষের মাঠে ত্রয়োদশ মিনিটে সফল স্পট কিকে বায়ার্নকে এগিয়ে নেন মুলার। হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

এরপর অবশ্য সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই জার্মান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়তে পারতো। কিন্তু জিনাব্রির হেড ফেরান স্বাগতিক গোলরক্ষক। ৭০তম মিনিটে কোলনের ইসমাইল জ্যাকবসের হেডে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।

৮২তম মিনিটে কোলনের হয়ে ব্যবধান কমান ডমিনিক ড্রাক্সলার। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। আশা জাগালেও বাকি সময়ে আর সমতা ফেরাতে পারেনি দলটি।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।