দায়িত্ব নিয়েই আরামবাগের ভারতীয় কোচের কাজ শুরু

ক্যাসিনো কাণ্ডে জেরবার আরামবাগ ক্রীড়া সংঘ নতুন শুরুর আশায় নিয়োগ দিয়েছে ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য্য জুনিয়রকে। দায়িত্ব নিয়ে ঢাকায় এসে কাজেও নেমে পড়েছেন দলটির নতুন কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 01:40 PM
Updated : 31 Oct 2020, 01:40 PM

এর আগে ২০১৬-১৭ মৌসুমে কিছুদিনের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ব্রাদার্স ইউনিয়নের দায়িত্বে ছিলেন সুব্রত। ৫৯ বছর বয়সী এই কোচের অভিজ্ঞতা আছে ইন্ডিয়ান সুপার লিগের দল মুম্বাই এফসি ছাড়াও কলকাতা মোহামেডান, ইন্ডিয়ান ওয়েল এফসিতে কাজ করার।

আপাতত এক মৌসুমের জন্য সুব্রতকে নিয়োগ দিয়েছে আরামবাগ। শনিবার ঢাকায় এসেই কাজ করতে নীলফামারী ছুটে গেছেন কোচ। নতুন মৌসুম সামনে রেখে আগামী ৪ নভেম্বর নীলফামারীতে দলটি শুরু করবে কন্ডিশনিং ক্যাম্প।

নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়াতে আশাবাদী আরামবাগ সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

“কোচ এরই মধ্যে নীলফামারীতে পৌঁছে গেছেন। সেখানে আমরা এক মাসের মতো অনুশীলন করব। সেখানের পরিবেশ ভালো এবং মাঠটাও সুন্দর। এছাড়া সেখানে করোনার প্রভাব কম। আশা করি নতুন কোচের অধীনে আমরা সামনে ভালো করব।”