বার্সার বিপক্ষে নেই রোনালদো

শঙ্কা ছিল আগে থেকেই। সেটা নিশ্চিত হলো কোচ আন্দ্রেয়া পিরলো দল ঘোষণার পর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে পাচ্ছে না ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 03:13 PM
Updated : 28 Oct 2020, 03:51 PM

তুরিনের ইউভেন্তুস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায়।

দুই সপ্তাহ আগে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছিলেন রোনালদো। পর্তুগিজ তারকার শারীরিক অবস্থা নিয়ে কিছু জানায়নি ইউভেন্তুস।

আগের দিন সংবাদ সম্মেলনে কোচ পিরলো জানিয়েছিলেন, রোনালদোর কোভিড-১৯ টেস্টের ফলের ওপর নির্ভর করছে দলে তার অন্তর্ভূক্তির বিষয়টি।

তবে বুধবার ছবিসহ এক ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, “সুস্থ ও ভালো বোধ করছি।”

২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সুযোগ ছিল সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও রোনালদোর।