মেসির প্রচেষ্টা নিয়ে সংশয় নেই কুমানের

লিওনেল মেসির পারফরম্যান্সে উন্নতির জায়গা দেখছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। তবে, অধিনায়কের প্রচেষ্টা নিয়ে কোনো অভিযোগ বা সংশয় নেই দলটির নতুন এই কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 10:39 AM
Updated : 20 Oct 2020, 10:39 AM

গত এক যুগে প্রথমবারের মতো বার্সেলোনা ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর দল ছাড়তে চেয়েছিলেন মেসি। জল অনেক ঘোলা হওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও ২০ বছরের চেনা আঙিনায় থেকে গেছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে এক গোল করেছেন দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত একটায় হাঙ্গেরির দল ফেরেন্সভারোসের মুখোমুখি হবে বার্সেলোনা।

আগের দিন সংবাদ সম্মেলনে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে মৌসুমের শুরুতে কাতালান দলটিতে কোচ হয়ে আসা কুমান জানালেন, আর্জেন্টাইন তারকা উন্নতির চেষ্টা করছেন।

“তার (মেসির) প্রচেষ্টা নিয়ে আমার কোনো অভিযোগ বা সংশয় নেই।”

“তার পারফরম্যান্স আরও ভালো হতে পারত। দিনে দিনে যেভাবে উন্নতি করছে তাতে সে খুশি। সে নিয়মিত খেলতে ও দলকে নেতৃত্ব দিতে চায়।”