ক্রোতোনের বিপক্ষে ইউভেন্তুসের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2020 02:42 AM BdST Updated: 18 Oct 2020 03:06 AM BdST
আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফেরাটা সুখকর হলো না ইউভেন্তসের। নবাগত ক্রোতোনের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সেরি আ চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলে ১-১ ড্র করেছে ইউভেন্তুস। শিরোপা ধরে রাখার অভিযানে চার ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল তুরিনের দলটি।
ম্যাচের দ্বাদশ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড নুয়ানকুর সফল স্পট কিকে এগিয়ে যায় ক্রোতোনে। ডি-বক্সে ইউভেন্তুস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মিডফিল্ডার আর্কাদিউস রেকাকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।
২১তম মিনিটে সমতা টানেন আলভারো মোরাতা। ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে ইউভেন্তুসে ফেরা এই ফরোয়ার্ড।
৬০তম মিনিটে বড় ধাক্কা খায় চ্যাম্পিয়নরা। এ মাসের শুরুতে ফিওরেন্তিনা থেকে ধারে ইউভেন্তুসে আসা তরুণ ফরোয়ার্ড চিয়েসা প্রতিপক্ষের মিডফিল্ডার লুকা সিগারিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।
তিন মিনিট পর ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি ইউভেন্তুসের। মোরাতার হেড পোস্টে লেগে ফেরে। ৭৬তম মিনিটে আরেকবার বল জালে পাঠান তিনি; কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভিএআর দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

দারুণ পথচলায় শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।
নাপোলির মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া আতালান্তা ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ইউভেন্তুসের সমান ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।
-
রিয়ালের কষ্টটা বুঝতে পারছেন এমবাপে
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি