সব ম্যাচেই মেসিকে চান কুমান

জাতীয় দলের দায়িত্ব শেষে সদ্যই ক্লাবে ফিরেছেন ফুটবলাররা। সামনে ক্লাসিকো ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ। ঠাসা সূচির বিষয়টি মাথায় রেখে লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে কি বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বার্সেলোনা? কোচ রোনাল্ড কুমান জানালেন, আপাতত তেমন কোনো ভাবনা নেই তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 03:31 PM
Updated : 16 Oct 2020, 03:31 PM

বাংলাদেশ সময় শনিবার রাত একটায় ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে নিজেদের ফেইথ এফসি নামকরণ করা গেতাফে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কুমান। সেখানেই ঠাসা সূচির কথা ভেবে এই ম্যাচে মেসির বিশ্রামের প্রশ্ন ওঠে। তবে ডাচ কোচ বললেন, প্রত্যেক ম্যাচেই সম্ভাব্য সেরা একাদশ চান তিনি।

“প্রত্যেক ম্যাচে আমরা সম্ভাব্য সেরা দল খেলাতে চাই। জাতীয় দলগুলোর সূচির কারণে বড় ক্লাবগুলিতে বাড়তি ক্লান্তি যোগ হয়। তবে আন্তর্জাতিক সূচির বিরতি শেষে সবাই নতুন উদ্যমে ফিরে এসেছে। অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব।”

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে হাঙ্গেরির দল ফেরেন্সভারোসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর শনিবার লা লিগায় মেসিদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আবার খেলতে হবে সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুসের বিপক্ষে। সব ম্যাচেই মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কুমান।

“আমার সেরকমই ভাবনা। অনেক বছর ধরে সে এমন সূচিতে খেলে আসছে। বরং না খেললেই সে বেশি ক্লান্ত হয়ে পড়ে। অবশ্য যদি কোনো চোট সমস্যা থাকে…।”

লিগে এখন পর্যন্ত দুটি দলেরই পয়েন্ট সমান ৭ করে। তবে বার্সেলোনা খেলেছে তিন ম্যাচ, চার ম্যাচ খেলেছে ফেইথ।