বার্সেলোনা ছেড়ে পিএসজিতে রাফিনিয়া

চোটজর্জর ক্যারিয়ারে বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে যোগ দিলেন মিডফিল্ডার রাফিনিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 09:25 AM
Updated : 6 Oct 2020, 09:25 AM

দলবদলের শেষ দিন সোমবার দুই ক্লাবের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। স্পেনের গণমাধ্যমের খবর, ব্রাজিল জাতীয় দলের এই খেলোয়াড়কে পেতে ৩০ লাখ ইউরো খরচ হয়েছে পিএসজির।

নিজেদের অ্যাকাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা রাফিনিয়াকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার ছোট ভাই রাফিনিয়া ১৩ বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেন। সম্ভাবনা জাগিয়ে ২০১১ সালে মূল দলে অভিষেকের পর বারবার চোটে পড়েছেন, কয়েক মৌসুম খেলেছেন ধারে অন্য ক্লাবে।

বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা জয়ী এই ফুটবলার ২০১৩-১৪ মৌসুম ধারে সেল্তা ভিগোয় খেলার পর গত দুই মৌসুম আবারও ধারে খেলেন ইন্টার মিলান ও দ্বিতীয় মেয়াদে সেল্তায়।

দলবদলের শেষ ঘণ্টায় কাম্প নউ থেকে ধারে ফরাসি ফুটবলার জঁ-ক্লেয়ার তোলিবো যোগ দিয়েছেন বেনফিকায়। দুই মৌসুমের জন্য ধারে তরুণ এই ডিফেন্ডারকে পেতে পর্তুগিজ ক্লাবটির খরচ হয়েছে ২০ লাখ ইউরো। চুক্তিতে তাকে কিনে নেওয়ার সুযোগ আছে বেনফিকার। সেজন্য তাদের খরচ হবে দুই কোটি ইউরো।