ম্যানইউতে ব্রাজিলিয়ান লেফট-ব্যাক তেলেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020 12:01 AM BdST Updated: 06 Oct 2020 12:01 AM BdST
-
ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড
রক্ষণে শক্তি বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ান লেফট-ব্যাক আলেক্স তেলেসকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিপত্রে।
২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে ইউনাইটেডকে ট্রান্সফার ফি গুনতে হয়েছে দেড় কোটি ইউরো। খরচের পরিমাণ আরও ২০ লাখ ইউরো বাড়তে পারে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।
জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলা তেলেস ২০১৬ সালে গালাতাসারাই থেকে পোর্তোতে যোগ দেন। পর্তুগালের দলটির হয়ে ২৬ গোল করেছেন তিনি, করিয়েছেন ৫০টির বেশি।
ইউনাইটেডে আসা অনেক ‘মর্যাদার ও সম্মানের’ উল্লেখ করে নতুন অভিযানে সবটুকু নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেয়াস।
“ক্যারিয়ারে এই অবস্থায় আসতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং আমি এখন এই ক্লাবে যোগ দিচ্ছি। প্রতিশ্রুতি দিতে পারি, এখানে সফল হওয়ার জন্য আমি আমার সবটুকু দেব।”
“পোর্তোর হয়ে আমি অনেক ট্রফি জিতেছি এবং ইউনাইটেডের হয়ে সেই চেষ্টা চালিয়ে যেতে চাই। এই দল নিয়ে কোচের পরিষ্কার পরিকল্পনা ও নির্দেশনা আছে এবং এই বিখ্যাত জার্সি গায়ে তুলতে আমার তর সইছে না।”
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি