চোটের ছোবলে রাইট-ব্যাক শূন্যতায় জিদান

আরও লম্বা হলো রিয়াল মাদ্রিদের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা। সবশেষ বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2020, 10:32 AM
Updated : 3 Oct 2020, 10:33 AM

পরীক্ষার পর শনিবার তার চোটের কথা নিশ্চিত করে লা লিগা চ্যাম্পিয়নরা। শুক্রবার হাঁটুর চোটে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান আরেক রাইট-ব্যাক দানি কারভাহাল। এই পজিশনের দুজনই চোট পাওয়ায় আগামী ম্যাচের দল সাজাতে কোচ জিনেদিন জিদানকে বড় সমস্যায় পড়তে হবে।

ওদ্রিওসোলাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা বিবৃতিতে জানানো হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাত থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারকে।

লিগে রোববার লেভান্তের বিপক্ষে তাকে পাবে না রিয়াল। আন্তর্জাতিক বিরতির পর রিয়ালের পরের ম্যাচ আগামী ১৮ অক্টোবর কাদিজের বিপক্ষে।

গত মৌসুমের দ্বিতীয় অংশ বায়ার্ন মিউনিখে ধারে খেলে চলতি মৌসুমে রিয়ালে ফেরেন  ওদ্রিওসোলা। গত বুধবার লিগে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে খেলেন তিনি।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে রয়েছেন এদেন আজার, টনি ক্রুস, এদের মিলিতাও, মারিয়ানো দিয়াস।