মেসি-রোনালদোর লড়াই দেখতে উন্মুখ নেদভেদ

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার বিপক্ষে ইউভেন্তুসের লড়াই দেখতে তর সইছে না পাভেল নেদভেদের। সেই ম্যাচ দুটিতে যে মুখোমুখি হবেন তার চোখে বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 06:54 PM
Updated : 1 Oct 2020, 06:54 PM

নতুন মৌসুমে ইউরোপ সেরার প্রতিযোগিতায় একই গ্রুপে পড়েছে রোনালদোর দল ইউভেন্তুস ও মেসির বার্সেলোনা। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের পর ক্লাবের ওয়েবসাইটে মেসি-রোনালদোর লড়াই নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান তুরিনের ক্লাবটির সহ-সভাপতি নেদভেদ।

“বার্সেলোনার সঙ্গে এটি দারুণ এবং আকর্ষণীয় একটি লড়াই হবে। কারণ, এটি আমার মতে এখনও বিশ্বের সেরা দুই খেলোয়াড় রোনালদো ও মেসিকে পরস্পরের মুখোমুখি হওয়ার সুযোগ করে দিচ্ছে।”

এই লড়াইয়ের মাঝে আরেকটি লড়াইও দেখছেন ২০০৩ সালে ব্যালন ডি’অর জেতা চেক রিপাবলিক ও ইউভেন্তুসের সাবেক ফুটবলার নেদভেদ।

“একই সঙ্গে আমরা মিরালেম পিয়ানিচ ও আর্থারের মুখোমুখি লড়াই দেখব, এটি যেন ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচ।”

এবারের দলবদলে বার্সেলোনা থেকে ইউভেন্তুসে যোগ দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। আর তুরিনের ক্লাবটি থেকে কাম্প নউয়ে নাম লেখান মিডফিল্ডার পিয়ানিচ।

‘জি’ গ্রুপে টানা নয়বারের সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস ও গতবারের লা লিগা রানার্সআপ বার্সেলোনার সঙ্গে আছে ইউক্রেনের দিনামো কিয়েভ ও হাঙ্গেরির ফেরেন্সভারোস।