মেসির মন খারাপ: কুমান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2020 07:56 PM BdST Updated: 26 Sep 2020 07:56 PM BdST
বার্সেলোনা ছেড়ে লুইস সুয়ারেসের চলে যাওয়া এবং তাকে বিদায় দেওয়ার ধরনে খারাপ লেগেছে লিওনেল মেসির, বুঝতে পারছেন রোনাল্ড কুমান। তবে এর প্রভাব আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাঠের পারফরম্যান্সে পড়বে না বলে বিশ্বাস কাতালান দলটির কোচের।
দীর্ঘ ছয় বছর সুয়ারেসের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু ভাগাভাগি করেছেন মেসি। এতে দুইজনের মধ্যে গড়ে উঠেছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। তবে নতুন মৌসুমে আর এক শিবিরে দেখা যাবে না দুজনকে। ক্লাব তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
সুয়ারেসকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে তা একদমই পছন্দ হয়নি মেসির। ওই দিনই ইন্সটাগ্রামে প্রিয় বন্ধুর উদ্দেশে লেখেন, এমন বিদায় তার প্রাপ্য নয়। মেসিও ক্লাব ছাড়তে চেয়েছিলেন। পরে নানা জটিলতার মাঝে ইচ্ছের বিরুদ্ধে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এসব কিছুর প্রভাব মেসির পারফরম্যান্সে পড়া অনেকটাই স্বাভাবিক। তবে কুমান আস্থা রাখছেন দলের অধিনায়কের ওপর, ভিয়ারিয়ালের বিপক্ষে রোববারের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন তিনি।
“বন্ধু ক্লাব ছেড়ে চলে যাওয়ায় সে কষ্ট পেয়েছে, এটাই স্বাভাবিক। তারা অনেক বছর একসঙ্গে খেলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে অনুশীলন করছে এবং খেলছে।”
“সে সবার জন্য উদাহরণ। তার মন খারাপ, তবে ফেরার পর সে প্রচুর উৎসাহ দেখিয়েছে। সে মাঠেও তাই দেখাবে।”
নতুন দায়িত্ব নিয়ে বার্সেলোনায় আসার পরই সুয়ারেসকে পরিকল্পনায় না রাখার কথা জানিয়ে দেন কুমান। তবে এটা তার একার সিদ্ধান্ত ছিল না বলেও পরিষ্কার করেছেন বার্সেলোনা কোচ।
“অনেকের ধারণা, এসব কিছুর মূলে আমি, কিন্তু তা ঠিক নয়। তাকে আমি সম্মান দেখিয়েছি। আমি তাকে বলেছিলাম, সম্ভবত সে অনেক মিনিট খেলার সুযোগ পাবে না। তবে সে থাকলে তার ওপর আমি আস্থা রাখতাম। এটা কেবল আমার সিদ্ধান্ত ছিল না, ক্লাবেরও সিদ্ধান্ত ছিল।”
“অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের দলে জায়গা পাওয়ার সুযোগ আছে এবং এটাই ফুটবল। লুইস ও আমি এখনও একে অপরকে সম্মান করি। সে চলে গেছে, আমি তার মঙ্গল কামনা করি।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়