সুইডেন ম্যাচে ফিরতে ‘প্রস্তুত’ রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2020 08:25 PM BdST Updated: 07 Sep 2020 08:26 PM BdST
-
ছবি: ইন্সটাগ্রাম
ক্রিস্তিয়ানো রোনালদোর ছোট্ট এক বার্তা পেয়ে মেতে উঠেছেন পর্তুগালের সমর্থকরা। সুইডেন ম্যাচে দলের সেরা তারকার খেলা এবং ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার গোলের সেঞ্চুরি পূরণের সম্ভাবনা নিয়ে সরব হয়েছেন তারা।
পায়ের সংক্রমণের কারণে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো। গ্যালারিতে বসে দেখেছিলেন দলের ৪-১ গোলের জয়।
সংক্রমণের কারণে গত মঙ্গলবারের পর প্রথম অনুশীলন সেরেছেন রোনালদো। রোববার দলের সঙ্গে অনুশীলনের ছবি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ছোট্ট একটা বার্তা, ‘ফিরতে পেরে খুশি’। এতেই সবাই তার সুইডেন ম্যাচে মাঠে ফেরার আশা দেখতে শুরু করেছেন।
আগামী মঙ্গলবার সোলনায় সুইডেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৯ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। বর্তমানে ইউভেন্তুসে খেলা এই ফরোয়ার্ডের চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, ১০৯টি।
করোনাভাইরাসের কারণে ফুটবল স্থবির হয়ে যাওয়ায় জাতীয় দলের হয়ে চলতি বছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ৩৫ বছর বয়সী রোনালদো।
দলের সেরা তারকাকে ছাড়াই গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেওয়াটাকেও পর্তুগালের একাধিক গণমাধ্যমে দলের ‘রোনালদো নির্ভরতা’ কাটিয়ে ওঠা বলে মনে করছে।
ক্রোয়েশিয়া ম্যাচের গোলদাতা জোয়াও কানসেলো, দিয়েগো জোতা, জোয়াও ফেলিক্স ও আন্দ্রে সিলভার প্রশংসায় মেতেছে দেশটির গণমাধ্যম।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া