ছুটছেন জোকোভিচ, সিৎসিপাসের বিদায়

জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ম্যারাথন লড়াই শেষে বিদায় নিয়েছেন চার নম্বর বাছাই গ্রিসের স্তেফানোস সিৎসিপাস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2020, 08:35 AM
Updated : 5 Sept 2020, 08:35 AM

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুক্রবার ২৮তম বাছাই স্ট্রুফকে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দেন ৩৩ বছর বয়সী জোকোভিচ।

১৮তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা সার্বিয়ান তারকার এটি টানা ২৬তম জয়। চলতি বছরে হারেননি কোনো ম্যাচ।

শেষ ষোলোয় জোকোভিচের প্রতিপক্ষ ২০তম বাছাই স্পেনের পাবলো কারেনো বুস্তা।

সিৎসিপাসের ছিটকে যাওয়াটা নাটকীয়তায় ভরা। ছয়বার ম্যাচ পয়েন্ট থেকে ফিরে হেরে যান ক্রোয়েশিয়ার বর্না চরিচের বিপক্ষে।

চার ঘণ্টা ৩৬ মিনিট স্থায়ী ম্যাচে সিৎসিপাসকে ৬-৭ (২-৭), ৬-৪, ৪-৬, ৭-৫, ৭-৬ (৭-৪) গেমে হারান ২৭তম বাছাই ক্রোয়েশিয়ার চরিচ।

নারী এককের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন ২০১৬ সালের চ্যাম্পিয়ন ও চতুর্থ বাছাই নাওমি ওসাকা। ১৮ বছর বয়সী ইউক্রেনের মার্তাকে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-২ গেমে হারান জাপানের ওসাকা।

মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন জার্মানির আঞ্জেলিক কেরবার, ষষ্ঠ বাছাই চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা ও ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিচ।