এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের প্রত্যয় নেইমারের

সদ্য শেষ হওয়া মৌসুমে খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে। তবে ভেঙে পড়ছেন না নেইমার। নতুন মৌসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে দৃঢ় প্রত্যয়ী এই ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 12:53 PM
Updated : 31 August 2020, 12:53 PM

পিএসজি ছেড়ে নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যায় প্রায়ই। তবে গ্রীষ্মের দলবদলে প্যারিসের ক্লাবটি ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে সম্প্রতি ‘পিএসজি লে ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জানান ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। কথা বলেন নতুন মৌসুমে নিজের লক্ষ্য নিয়েও।

“পরের মৌসুমে আমি পিএসজিতে থাকছি। আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফিরতে প্রস্তুত এবং এবার শিরোপা জিততে চাই। এই ক্লাবের ইতিহাসে আমার ছাপ রেখে যেতে চাই।”

২০১৯-২০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৭ ম্যাচে ১৯ গোল করেন নেইমার। মৌসুমে লিগসহ ঘরোয়া চারটি শিরোপা জেতা পিএসজি প্রথমবারের মতো খেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তবে শিরোপা লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয় তাদের।