নেইমারের জন্য রোনালদোর টোটকা

কোয়ার্টার-ফাইনাল ও শেষ চারে গোলের সুযোগ পেয়েছেন অনেক। কিন্তু বল জালে জড়াতে পারেননি। ফিনিশিংয়ের সময় নেইমার মাথা ঠাণ্ডা রাখতে পারছেন না বলেই এমন হচ্ছে বলে মনে করেন বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদো। সমস্যার সমাধানে পিএসজির ফরোয়ার্ডকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 10:25 AM
Updated : 23 August 2020, 03:15 PM

ইউরোপ সেরার প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে লিসবনে রোববার বাংলাদেশ সময় রাত একটায় পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে প্রথমবার ফাইনালে ওঠা পিএসজি। জার্মান চ্যাম্পিয়নদের মতো প্যারিসের দলটির সামনেও মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয়ের হাতছানি।

ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে পিএসজি। এখন স্বপ্ন পূরণের দুয়ারে দাঁড়িয়ে তারা।

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছিলেন নেইমার। চলতি মৌসুমে পিএসজি জিতেছে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ। সম্প্রতি লা লিগার স্পন্সর সান্তান্দেরের এক ওয়েবিনারে সাবেক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফরোয়ার্ড রোনালদো মন্তব্য করেন, মৌসুমকে পূর্ণতা দিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে নেইমারকে।

“মৌসুমটি সফলভাবে শেষ করতে তাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। গত কয়েকটি ম্যাচে সে খুব ভালো খেলেছে, বিশেষ করে পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্বে।”

“সে গোলের অনেক সুযোগ তৈরি করেছে। তবে ফিনিশিংয়ের সময় সে মাথা ঠাণ্ডা রাখতে পারেনি। ভাগ্যকে পাশে পেলে এবং সঠিক সময়ে শান্ত থাকতে পারলে ফাইনালে সে গোল করতে পারবে।”