করোনাভাইরাস: বাতিল হলো মাদ্রিদ ওপেন

কোভিড-১৯ মহামারীর কারণে আগামী সেপ্টেম্বরের মাদ্রিদ ওপেন বাতিল করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 10:35 AM
Updated : 5 August 2020, 10:35 AM

স্পেনে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শের পর মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় টুর্নামেন্টের আয়োজকরা।

ক্লে-কোর্টের এই টুর্নামেন্ট প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল গত মে মাসে। পরিস্থিতি বিবেচনায় তখন সেটি পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচিতে স্পেনের রাজধানীতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর।

স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের মাদ্রিদ ওপেনে খেলার কথা ছিল। পুরুষ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ও ১৯ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল মঙ্গলবার ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।