একটু ভীতি দলের জন্য ভালো হতে পারে: সাররি

হার দিয়ে সেরি আ শেষ করলেও খুব একটা চিন্তিত নন মাওরিসিও সাররি। চ্যাম্পিয়ন্স লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটু ভীতি থাকা দলের জন্য ভালো হতে পারে বলে মনে করেন ইউভেন্তুস কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 09:00 AM
Updated : 2 August 2020, 09:00 AM

তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে রোমার কাছে ৩-১ গোলে হারে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা ইউভেন্তুস।

আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লিওঁর বিপক্ষে খেলবে ইউভেন্তুস। প্রথম লেগে লিওঁর মাঠে ১-০ গোলে হেরেছিল সাররির দল।

এ ম্যাচ সামনে রেখে রোমার বিপক্ষে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে খেলাননি সাররি। ঊরুর চোটে ভুগছেন আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা।

লিগের শেষটা ভালো না হলেও সাররি আশাবাদী চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াবে ১৯৯৫-৯৬ মৌসুমে সর্বশেষ এ প্রতিযোগিতার শিরোপা জেতা ইউভেন্তুস।

“একটু ভয় থাকা আমাদের জন্য ভালো হতে পারে। লাৎসিওর বিপক্ষে জয়ের পর আমরা অসচেতন হয়ে পড়েছিলাম এবং নিজেদের পতন ডেকে এনেছিলাম।”

“লিওঁর বিপক্ষে ম্যাচে সবটুকু দিতে হলে শারীরিক শক্তি দ্রুত ফিরে পেতে হবে; মানসিক শক্তিও যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে।”

চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুস ভিন্ন রকমের মনোভাব নিয়ে খেলতে নামবে বলেও আশাবাদী সাররি।

“আমি মনে করি শুক্রবারের ম্যাচটি দারুণ উদ্দীপনার হবে এবং আমরা মাঠে পুরোপুরি ভিন্ন মনোভাব নিয়ে নামব।”