আতালান্তা নয়, লিগ কাপ নিয়ে ভাবনা পিএসজির

সপ্তাহ দুয়েক পরই আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে পিএসজির। তবে দলটির মিডফিল্ডার মার্কো ভেরাত্তি জানালেন আতালান্তা নয়, এ মুহূর্তে তাদের ভাবনা ফরাসি লিগ কাপের ফাইনাল নিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 11:18 AM
Updated : 31 July 2020, 11:18 AM

লিগ কাপের ফাইনালে শুক্রবার অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে পিএসজি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লিগ ওয়ান মাঝপথে ভেস্তে গেলেও ঠিকই এর শিরোপা পেয়েছে দলটি।

পর্তুগালের লিসবনে আগামী ১২ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে পিএসজি। তবে ভেরাত্তি জানালেন, আপাতত তাদের ভাবনায় লিওঁর বিপক্ষের ফাইনাল।

“আমরা আতালান্তার বিপক্ষে ম্যাচ নিয়ে এখন ভাবছি না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আগামীকাল। লিওঁর বিপক্ষে খেলব বলে আমরা খুশি; তারা চমৎকার একটা দল।”

চোটের কারণে লিওঁর বিপক্ষের ফাইনালে পিএসজি পাবে না দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে। ফরাসি ফরোয়ার্ডের অভাব অনুভব করবেন বলে জানান ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তি।

“ফরাসি কাপের ট্রফি তুলে ধরার সময় এমবাপের কথা মনে পড়েছিল আমাদের। কিন্তু চোট ফুটবলেরই অংশ। তাকে আমরা মিস করব। বিশ্বের যে কোনো দলই তার মত খেলোয়াড়কে মিস করবে।”