ইউরোপ জয়ের স্বপ্ন আতালান্তার

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই মাত করে দেওয়ার আশায় আতালান্তা। সেরি আয় দারুণ ছন্দে ছুটে চলা দলটির চোখে ইউরোপ জয়ের স্বপ্ন। করোনাভাইরাস পরিস্থিতিতে নকআউট পর্ব এক লেগে নেমে আসায় নিজেদের দারুণ সম্ভাবনা দেখছেন দলটির মিডফিল্ডার রেমো ফয়লার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 01:33 PM
Updated : 25 July 2020, 01:33 PM

সেরি আয় শুক্রবার এসি মিলানের মাঠে ১-১ ড্রয়ের পর স্কাই স্পোর্ত ইতালিয়াকে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আশাবাদের কথা বলেন সুইস মিডফিল্ডার রেমো। যেখানে শেষ আটে তাদের প্রতিপক্ষ ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

করোনাভাইরাসে বদলে যাওয়া পরিস্থিতির কারণে লিসবনে শেষ আট দল নিয়ে হবে ‘মিনি টুর্নামেন্ট।’ কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে প্রথাগত দুই লেগের জায়গায় এবার হবে এক লেগ। রেমোর বিশ্বাস, এই পরিবর্তন আতালান্তার স্বপ্ন পূরণের জন্য সহায়ক হবে।

“নকআউট পর্বে ম্যাচ তিনটি। এক লেগের ম্যাচে আমরা যে কাউকে হারাতে পারি। অবশ্যই বিশ্বাস করি, আমাদের সম্ভাবনা আছে, নইলে আমরা লিসবনে যেতাম না।”

গত ২০ জানুয়ারির পর থেকে সেরি আয় অপরাজিত আতালান্তা। উঠে এসেছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। আসরে সবচেয়ে বেশি গোল করা দলও তারা (৯৬)।