উদযাপন করতে গিয়ে গ্রেপ্তার ৯ লিভারপুল সমর্থক

নির্দেশ অমান্য করে রাস্তায় শিরোপা উৎসব করায় নয় জন লিভারপুল সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 03:46 PM
Updated : 23 July 2020, 03:47 PM

অ্যানফিল্ডে বুধবার চেলসির বিপক্ষে ম্যাচ শেষে লিভারপুলের হাতে তুলে দেওয়া হয় প্রিমিয়ার লিগের ট্রফি। ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের আশেপাশে জড়ো হয়ে উৎসব শুরু করে লিভারপুল সমর্থকরা।

এছাড়াও শহরের বিভিন্ন স্থানে জড়ো হয় ক্লাবটির হাজার হাজার সমর্থক। তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ।

এদের মধ্য থেকে মাতাল হয়ে গাড়ি চালানো, হামলা ও মারামারির অভিযোগে নয় জনকে আটক করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন ৩৪ জন, তিন জন মারাত্মকভাবে।

করোনাভাইরাসের বিস্তার এড়াতে আগেই সমর্থকদের ঘরে থাকার অনুরোধ করেছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও দলটির সাবেক ফুটবলার ও কোচ কেনি ডালগ্লিশ।