রিয়ালের সঙ্গে নতুন চুক্তি চান রামোস

বয়স হয়ে গেছে ৩৪ বছর। কিন্তু এখনও রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের সবচেয়ে নির্ভরযোগ্য সেনানী সের্হিও রামোস। স্পেনের সফলতম দলটির অধিনায়কও এখন তিনি। স্পেনের গণমাধ্যমের খবর, রিয়ালের জার্সিতে আরও বেশি সময় খেলে যেতে চান এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 12:17 PM
Updated : 23 July 2020, 12:17 PM

বার্সেলোনাকে পেছনে ফেলে রিয়ালের ২০১৯-২০ মৌসুমের লা লিগা শিরোপা পুনরুদ্ধারে দারুণ অবদান ছিল রামোসের। লেগানেসের বিপক্ষে জেতা ম্যাচে ক্লাব ক্যারিয়ারে ‘গোলের সেঞ্চুরি’ পূরণ করেন এই স্প্যানিশ খেলোয়াড়।

২০০৫ সালে সেভিয়া থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে পাড়ি জমানোর পর থেকে রিয়ালের রক্ষণ বিশ্বস্ততার সঙ্গে সামলে যাচ্ছেন রামোস। দলটির সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হবে ২০২১ সালে।

স্পেনের দৈনিক দারিও স্পোর্ত জানিয়েছে, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে চান রামোস। নতুন চুক্তির জন্য এক কোটি ৭০ লাখ ইউরো দাবিও করেছেন তিনি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে মোট ২২টি শিরোপা জিতেছেন রামোস-চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, পাঁচটি লা লিগা ও দুটি কোপা দেল রে।