২৯ বছরেই অবসরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার

পারস্পরিক সম্মতিতে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তি বাতিলের দুদিন পরই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানি বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রে শুরলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2020, 02:56 PM
Updated : 17 July 2020, 03:54 PM

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা ২৯ বছর বয়সী শুরলে শুক্রবার বুট জোড়া তুলে রাখার কথা জানান। এক বছরের চুক্তির মেয়াদ বাকি থাকলেও গত বুধবার তার ক্লাব ছাড়ার কথা জানায় ডর্টমুন্ড।

সবশেষ দুই মৌসুমে স্পার্তাক মস্কো ও ফুলহ্যামে ধারে খেলা শুরলে এক জার্মান সাময়িকীকে শেষ দিকে কঠিন সময় কাটানোর কথা জানান।

“এই সিদ্ধান্তের কথা অনেক দিন ধরেই ভাবছিলাম। আমার আর কোনো প্রশংসা দরকার নেই। কোনো ক্ষেত্রে টিকে থাকার জন্য সবসময় একটি নির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে, অন্যথায় চাকরি হারাতে হবে এবং নতুন কোনো কাজ পাওয়া যাবে না।”

২০০৯ সালে মাইন্সের হয়ে অভিষেকের পর ক্লাব ক্যারিয়ারে ৩৭০ এর বেশি ম্যাচ খেলেছেন শুরলে। জার্মানির হয়ে ৫৭ ম্যাচ খেলে গোল করেছেন ২২টি। সবশেষ তিনি জাতীয় দলের জার্সিতে খেলেন ২০১৭ সালে।