রোনালদো-দিবালাদের কাছে সাররির চাওয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2020 11:28 PM BdST Updated: 10 Jul 2020 11:36 PM BdST
মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাওরিসিও সাররি। তাই ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের কাছ থেকে পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখতে চান এই ইতালিয়ান।
সেরি আয় নিজেদের সবশেষ ম্যাচে এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ৪-২ ব্যবধানে হারে ইউভেন্তুস। অনাকাঙ্ক্ষিত বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগে টানা চার জয়ের পর শিরোপাধারীদের এটি প্রথম হার।
পরের ম্যাচে ঘরের মাঠে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় আতালান্তার মুখোমুখি হবে তারা। পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা আতালান্তা পুনরায় শুরুর পর লিগে নিজেদের ছয় ম্যাচের সবগুলিই জিতেছে। সব মিলে জিতেছে টানা নয় লিগ ম্যাচে।
শুক্রবার সংবাদ সম্মেলনে সাররি জানান, আতালান্তা ম্যাচ তাদের জন্য কঠিন হতে যাচ্ছে।

মৌসুমের বাকি ম্যাচগুলিতে রোনালদো-দিবালাদের কাছে নিজের চাওয়াটাও জানিয়ে দিলেন সাররি।
“ধারাবাহিকতা হবে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, সবগুলি দল লম্বা সময় ধরে তাদের পারফরম্যান্সে সংগ্রাম করছে।”
“আমি ধারাবাহিকতা দেখতে চাই। কারণ এই মুহূর্তে ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে, এটি গুরুত্বপূর্ণ দিক।”
৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে গত আট আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও। আতালান্তার পয়েন্ট ৬৬।
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে