রোনালদো-দিবালাদের কাছে সাররির চাওয়া

মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাওরিসিও সাররি। তাই ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের কাছ থেকে পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখতে চান এই ইতালিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 05:28 PM
Updated : 10 July 2020, 05:36 PM

সেরি আয় নিজেদের সবশেষ ম্যাচে এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ৪-২ ব্যবধানে হারে ইউভেন্তুস। অনাকাঙ্ক্ষিত বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগে টানা চার জয়ের পর শিরোপাধারীদের এটি প্রথম হার।

পরের ম্যাচে ঘরের মাঠে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় আতালান্তার মুখোমুখি হবে তারা। পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা আতালান্তা পুনরায় শুরুর পর লিগে নিজেদের ছয় ম্যাচের সবগুলিই জিতেছে। সব মিলে জিতেছে টানা নয় লিগ ম্যাচে।

শুক্রবার সংবাদ সম্মেলনে সাররি জানান, আতালান্তা ম্যাচ তাদের জন্য কঠিন হতে যাচ্ছে।

“মৌসুমের গুরুত্বপূর্ণ পর্ব এটি। আতালান্তা খুব ভালো খেলছে। তাদের দুর্দান্ত রেকর্ড রয়েছে। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। তারা কঠিন প্রতিপক্ষ।”

মৌসুমের বাকি ম্যাচগুলিতে রোনালদো-দিবালাদের কাছে নিজের চাওয়াটাও জানিয়ে দিলেন সাররি।

“ধারাবাহিকতা হবে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, সবগুলি দল লম্বা সময় ধরে তাদের পারফরম্যান্সে সংগ্রাম করছে।”

“আমি ধারাবাহিকতা দেখতে চাই। কারণ এই মুহূর্তে ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে, এটি গুরুত্বপূর্ণ দিক।”

৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে গত আট আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও। আতালান্তার পয়েন্ট ৬৬।